নির্জনতায় আলো -কবি চিন্ময় সরকার‘এর কবিতা

0
771
নন্দিতা বিশ্বাস সরকার

নির্জনতায় আলো

কবি চিন্ময় সরকার

হাজার হাজার ঝাড়বাতি, রোড ল্যাম্প
আলো ঝলমলে বিপণিবিতান
সব ফিকে হয়ে যায়
সীমাহীন নির্জনতায়।
অতন্ত্র প্রহরী হয়ে জেগে থাকা
ঝিঁঝিঁ পোকার ডাক
রাগরাগিণীর সুরের মূর্ছনা ছড়ায়।
অন্ধকারে মিটমিট করে
জ্বলতে থাকা জোনাকিরা-
প্রজন্মের আলোকবর্তিকা হয়ে
জেগে রয় আজন্ম।
পদদলিত শিউলিফুল
পদভারে ক্লান্ত,
তবুও সুগন্ধ ছড়ায় অবিরত।
আমায় একটু আরো এনে দাও!
জ্ঞানের আলো, বিবেকের আলো
আর সে আলোয় উদ্ভাসিত হয়ে,
অন্ধকারকে বলে দেই বিদায়…

Advertisement
উৎসনন্দিতা বিশ্বাস সরকার
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুর থেকে সুটারগান উদ্ধার
পরবর্তী নিবন্ধচলে গেল বছর -কবি প্রদীপ সরকার‌এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে