“নিয়মের ফসলের তৃষ্ণার্ত চাষী”- ওয়াহিদ জালালের কবিতা

0
464
ওয়াহিদ জালাল এনকে

নিয়মের ফসলের তৃষ্ণার্ত চাষী
■ ওয়াহিদ জালাল

বুকের ভেতর তুমি নামের খাটটাকে
নাড়িয়ে যায় দূরের এক প্রেমের আঙ্গুল,
ভরসার পাশে শূন্যস্থানটি পূরণ করতে
যেয়ে,জাতে রিরহ গান হয়ে গেছে,
তবু আশায় বাসা গড়ে ক্ষয়ের সমর্থন ।

কখনো দৈর্ঘ-প্রস্হের সীমা
বস্তর বিবর্তন কেবলামুখি করে রাখে,
আর্তস্বরের আজান বোবা হয়ে
সিজদার তীর্থস্থানে বাসনার উৎসব,
দেহ ছাড়া প্রেমের জন্ম আত্মার সংলাপে
বকুলে কাঙাল বৃক্ষের ঝলসিত প্রাণ ।

কষ্টের নিশান উড়ে মনের আকাশে
তার সিনায় শব্দ ভাসছে দীর্ঘশ্বাসের দোলায়,
আপন তো সে হয় না
যে ছবিতে দাঁড়ায় তোমার পাশে,
আপন তো সে জন হয়
তোমার বিপদে যে কাছে ছুটে আসে।
অক্ষরগুলোকে জোড়া দিতে দিতে
হঠাৎ দৃষ্টি পড়ে পাশে আগুনের দিকে,
আগুনের রঙ তখন বদলে গেছে মানুষের মতো,
বুঝলাম, আমি নিয়মের ফসলের তৃষ্ণার্ত চাষী ।


০৬.০৩.২০২০
রেইনহিল, ইংল্যান্ড

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“নারীর চোখে বিশ্বকে দেখা সম্ভব কি? -নাহ!”- শামীমা নারসিন লিপি
পরবর্তী নিবন্ধ“কোনো রিস্ক নেই ,”- আহমেদ শিপলু’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে