“পাঠক সমাবেশ এবং কিছু রঙিন মলাট”- নীল মাহবুব এর কবিতা

0
498
nil

পাঠক সমাবেশ এবং কিছু রঙিন মলাট
নীল মাহবুব
……………………….

নিখোঁজ যখন,
জীবনের অতলান্ত খোঁজ..
ঠিক তখন..
আছে এবং নাই এর যুগল সম্ভাষণ,
জলধর সেনের আত্মজীবনীতে খুঁজে ফেরে
স্বপ্নের লুব্ধক…!

তবে আর দেরি কেনো?
কাপ্তেন, গভীর সমুদ্রে চলো…
প্রণয় যুদ্ধ প্রলয় গানে ডুবেও যায় যদি
জীবনানন্দ কৌতুহল! ক্ষতি কি ক্ষতি কি?
ভাসিয়ে নেবে আমায় অপরাজিতা ও
কয়েকজন অদম্য সিসিফাস…

এদিকে…
প্রেমকে যখন বানিয়ে ফেলেছি খুনি,
দেখা না দেখার চোখ তখনও যদি খোঁজে
বৃষ্টির ভেতর রবীন্দ্রনাথ,
আর মগ্ন নিমগ্ন হয়ে পড়ে
প্লেটোর পত্রাবলী….
বলো আমি ক্যামনে কি করি?
কোথায়বা যাই,
কার বুকটা চিরে
নির্বাচিত কবিতা ছিনিয়ে আনি?

আর তাই
গোঁসাই গোপালের খুব গোস্বা..
বলে,
কি আর হবে জেনে
মুদ্রণশিল্পের ইতিকথা…যখন
পৃথিবী এলোমেলো সকালবেলা;

সময়ের
সংকলিত
তরজমাগুচ্ছ-ই
এখন
তাই
এলাহি ভ র সা….

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“তিরন্দাজ “- এম আসলাম লিটনের কবিতা
পরবর্তী নিবন্ধশব্দের সম্ভ্রম নিলাম হয় রোজ/ কাজী আতিকের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে