পানিতে অবরুদ্ধ বিদ্যালয় : ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

0
181

নাটোর কন্ঠ : পানির ভিতরে দাঁড়িয়ে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, চলাচলের সড়ক তলিয়ে গেছে পানির নিচে। পানি নিষ্কাশনের পথ অবরুদ্ধ করে স্থানীয় প্রভাবশালীরা গড়ে তুলেছে বসতবাড়ি। নাটোর সদর উপজেলা ছাতনী ইউনিয়নের নান্নুর মোড় এলাকায় অবস্থিত চক আমহাটি উচ্চ বিদ্যালয় ।

শিক্ষার্থীরা বলছেন , বিদ্যালয় মাঠে ও আসার সড়ক এমনকি শ্রেনী কক্ষের ভিতরেও পানি থাকার কারণে ক্লাস করতে পারছেন না তারা। বিদ্যালয় আসার পথে পা পিছলে পড়ে পড়নের কাপড় কাঁদা মেখে যায়, এমন কি বই খাতা ভিজে নষ্ট হয়। এর থেকে প্রতিকার চান তারা।

চক আমহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলছেন , ‘সামান্য বৃষ্টিপাত হলেই মাঠে এসেম্বিলি করা সম্ভব হয় না, ছাত্র-ছাত্রীরা মাঠে খেলাধুলা করতে পারে না এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পানি প্রবেশ করায়, ক্লাস নিতেও সমস্যা হয়, এ সমস্যার কারণে অনুপস্থিত থাকে অনেক শিক্ষার্থী।

আর কিছু দিন পরে বার্ষিক পরীক্ষা। এখন যদি ছাত্র ছাত্রী বিদ্যালয় না আসে তাহলে তাদের রেজাল্ট খারাপ হবে। তাই দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার‘এর দৃষ্টি আকর্ষণ করি।’

স্থানীয় জনপ্রতিনিধি এমদাদুল হক মিয়াজী বলেন, ‘স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি, পানি নিষ্কাশনের পথ দখল করে নির্মাণ করেছে বসতি। ফলে বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা। বিপাকে পড়ছে শিক্ষার্থীরা। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের এগিয়ে আসা প্রয়োজন নইলে ব্যাহত হবে শিক্ষা কার্যক্রম।’

এব্যপারে জেলা শিক্ষায় কর্মকর্তা আকতার হোসেন জানান, ‘বিদ্যালয়টি আমি নিজে সরজমিনে পরিদর্শন করব। কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তা উদ্ধতন কর্মকর্তার নিকট লিখিতভাবে প্রেরণ করা করবো।’

প্রশাসনিকভাবে পানি নিষ্কাশনের পথ অবমুক্ত করে, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে গণধর্ষণের সহযোগী নারী ‘মিথিলা’ প্রতারণায়ই ছিল তার ব্যবসা!
পরবর্তী নিবন্ধনাটোর সঙ্গীতাঙ্গনের আর্থিক উপহার প্রদান প্রয়াত বাউল পরিবারে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে