পুরস্কার ও লেখক
সমরজিৎ সিংহ
পাঠকের সঙ্গে দেখা হয় লেখকের, বৈতরণীতীরে । সফল লেখক তিনি, পুরস্কারশোভিত, অসংখ্য সংস্করণ বের হয়েছে তার বইয়ের । এমন কি অনুদিত হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায় । সে গর্বে, তার চিবুক নেচে ওঠে পাঠকের সামনে । পাঠক হেসে উঠলেন তা দেখে । হাসলেন যে ! কৌতুহল বশত এবং ঈষদ অপ্রস্তুত হয়ে জিগ্যেস করলেন লেখক । না, এমনিই । পাঠক উত্তর দিলেন নিস্পৃহস্বরে । আমার তা মনে হয়নি । মনে হল, আপনি কিছু বলতে চাইছেন । লেখক কথা বাড়াতে গেলেন । বৈতরণী নৌকোহীন, গরুর লেজ আঁকড়ে ধরে পার হতে হয়, পাঠক সেই লেজ ধরে নদীতে ভেসে যেতে যেতে বললেন, ব্যবহৃত হতে হতে শুয়োরের চিবুকের মত লাগছিল আপনার ঐ চিবুক । প্রকাশকগণ ব্যবহার করেছে, প্রতিষ্ঠান ব্যবহার করেছে, আর আপনি তাকে ভেবেছেন সফলতা । এইজন্য হাসি পেয়েছিল । এটুকু বুঝলেন না, লেখায় ঘিলু থাকলে তা প্রকাশকের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় না ! আরও কিছু শব্দ আসছিল ভেসে, লেখক তা শুনতে পেলেন না । তিনি তখন দেখতে পাচ্ছেন, প্রতিটি পুরস্কার দেওয়া হচ্ছে কুষ্ঠময় হাত দিয়ে, আর তিনি তা গ্রহণ করছেন…