পুরোনো সে ঋণ
আসাদজামান
জিইয়ে রেখে আধুনিকতার তফাৎ
বুঝে গেছে জিহ্বা;
পোড়া কয়লায় কাঁচা মাংসের স্বাদ।
আবার সে পোশাক আসে মাদুলি বল্লম হাতে,
অর্ধনগ্ন দেহ; গাছ লতাপাতা ঘাসে ।
কেন যে আবার ছোট হয়ে আসে
মনের দরজা কোঠরি,
পেরিয়ে শতক মানুষ আবারো সেই নগ্নতার বলি!
লাগুক ভেলকি দৃষ্টি রেখায়, মন জুড়ে থাকা ছবি
উলঙ্গ রসদে লিখোনা হায়! ওহে! কবিতার কবি।
পুরোনো সে ঋণ, ফেলে আসা দিন,
আবারো আদিমতা;
মৌনতার কালি ও কলমে ফুটুক
আধুনিকতা।
পথ শুধু তার পাপীকে চেনে, মানুষ চেনে পাপ
স্বার্থ দ্বন্দ্ব ভুলে গিয়ে দ্যাখ উবে গেছে অপরাধ।
১০.০৩.২০২০
Advertisement