“প্রতিসম বিভ্রম” -কবি কাজী আতীক‘এর কবিতা

0
388
Qazi-Atiq

“প্রতিসম বিভ্রম”

কবি কাজী আতীক

আধ খোলা চোখ দৃষ্টি সলাজ
আধ ফোটা ফুল- পাপড়ি উন্মুখ
আভাস যদি বিকশিত হওয়ার,
সমর্পণ উৎসুক সান্নিধ্য সংযোগ,

পূর্বাভাস অনিবার্য নয় যদিও
তবে কিছু হয়তো রেখে যায় খোঁজ,
কিছু আবার হামলে পড়ে সহসা
কিছু যেমন বিনাশ হয়ে প্রকৃতির,
কিছু কেবল বিনাশী স্পর্শ হয়ে হৃদয়ে,

জানে সবাই- সব মেঘ নয়
কেবল কিছু মেঘ বৃষ্টি হয়ে অঝোরে,
সব স্বপ্ন কি আর ডানা মেলতে পারে?
কিছু প্রেম যেমন শুধুই দহন অনুভবে,

হয়তো এভাবেই- কষ্ট সুখের গল্পগুলো
যদিও সমর্পণ উৎসুক সংযোগ সান্নিধ্য।

(নিউ ইয়র্ক, ৩ ফেব্রুয়ারি ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅনুষ্ঠিত হলো ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্কে’র ১১০ তম মাসিক সাহিত্য আসর
পরবর্তী নিবন্ধবইমেলায় কাজী আতিকের কবিতার বই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে