ফিরে যাও
কবি বনশ্রী বড়ুয়া
তুমি ফিরে যাও
পরাজয় পাঁজরে পুষে
স্রোতের বিপরীতে সাঁতরে কি সুখ!
দুরুহ অন্ধকারে হাতড়ে বেড়াও ভালোবাসা!
দেবালয়ের সমস্ত দেয়াল জুড়ে মরচে, শ্যাওলার কান্না;
অক্ষম অনিশ্চিত গন্তব্যে এ কেমন যাত্রা?
তুমি ফিরে যাও
ব্যর্থতার প্রতিষেধক রাষ্ট্র তোমাকে দেয় নি;
পার্লামেন্ট কিংবা প্রেসিডেন্ট যার কাছেই যাও না কেন
কেউ তোমাকে দেবে না বিকেলের হলুদ ঘাস
কিংবা দু’মুটো প্রেম;
জোস্নায় হবে না স্নান জেনেও এ কেমন তৃষ্ণা তোমার!
তুমি ফিরে যাও
চেনা মুকুলে আজ অচেনা ফলন;
সুপ্রসন্ন ঈশ্বর আঁচলে ঢেলেছে শস্যের রস,
ওষ্ঠে হতাশার চুমু এঁকে এ কেমন ঘুঙুর পরেছ পায়?
নীলাবতীর আকণ্ঠ মৃত্যুর দোর থেকে
তুমি দূরে চলে যাও।
শ্রী…
Advertisement