বিদায় -খন্দকার মাহাবুবুর রহমান

0
283
Mahabub-Khandakar

বিদায়

খন্দকার মাহাবুবুর রহমান

কেউ বলবেন ভাল ছিলেন
কেউ বলবেন বেঁচে গেছি,
কেউ বলবেন কখন, কি করে?
কেউ বলবেন একটু আগেইতো…
কেউ বলবেন কি হয়েছিল?
কেউ বলবেন ক্ষমা করো।
কেউ বলবেন ফ্রি আমানিল্লাহ,
কেউ বাজার করতে যাবেন-
কেউ বলবেন দেরি হচ্ছে !
কেউ তেলাওয়াত করবেন
কেউ বলবেনা কিছুই
অতঃপর সে কান্না করবে,
তার ক্রন্দনের চাপা শব্দে
অনেকের চোখ অশ্রুসিক্ত।
সেঁজুতি তখন অনেক দূরে…
কোন নীহারিকায় আশ্রয় নেবে
ভারাক্রান্ত হৃদয়ে সন্ধান করছে।
কেউ সত্যি ভুলে যাবেন,
কেউ আজীবন মনে রাখবেন।

Advertisement
উৎসMahabub Khandakar
পূর্ববর্তী নিবন্ধরেইন কোট -সুপ্তি জামান
পরবর্তী নিবন্ধনাটোরে খোদ ওষুধের দোকান গুলোতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে