বিদায়
খন্দকার মাহাবুবুর রহমান
কেউ বলবেন ভাল ছিলেন
কেউ বলবেন বেঁচে গেছি,
কেউ বলবেন কখন, কি করে?
কেউ বলবেন একটু আগেইতো…
কেউ বলবেন কি হয়েছিল?
কেউ বলবেন ক্ষমা করো।
কেউ বলবেন ফ্রি আমানিল্লাহ,
কেউ বাজার করতে যাবেন-
কেউ বলবেন দেরি হচ্ছে !
কেউ তেলাওয়াত করবেন
কেউ বলবেনা কিছুই
অতঃপর সে কান্না করবে,
তার ক্রন্দনের চাপা শব্দে
অনেকের চোখ অশ্রুসিক্ত।
সেঁজুতি তখন অনেক দূরে…
কোন নীহারিকায় আশ্রয় নেবে
ভারাক্রান্ত হৃদয়ে সন্ধান করছে।
কেউ সত্যি ভুলে যাবেন,
কেউ আজীবন মনে রাখবেন।
Advertisement