বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।
এন.ইসলামঃকরোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় নাটোরের বড়াইগ্রামে অকারণে গাড়ি নিয়ে রাস্তায় ঘোরাঘুরি,লুকিয়ে যাত্রী নিয়ে ঢাকায় গমনরোধ, কাগজপত্র ও হেলমেটবিহীন মোটর সাইকেল চালানোর অপরাধে ৯টি মামলায় ৭ হাজার ২শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহষ্প্রতিবার সকালে বনপাড়া বাইপাসে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃআনোয়ার পারভেজ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসব অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্যকারীদের জরিমানা করা হয়েছে।
এ সময় করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিনা কারণে ঘর থেকে বের না হতে জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়।
Advertisement