নাহিদুল ইসলাম, বড়াইগ্রাম, নাটোরকন্ঠ: ’ভয় নয় সবাই মিলে করোনাকে করবো জয়, পুলিশ সুপারের মুখের এই কথাটি করোনা ভাইরাসে আক্রান্ত বড়াইগ্রাম থানা পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আজ দুপুরে বড়াইগ্রাম পৌরসভায় থাকা আক্রান্ত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে ছুটে আসেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান কোন উপসর্গ ছাড়াই তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন, তিনি আশ্বাস প্রদান করেন তাদের প্রয়োজনে সব কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে।তাদের সময় কাটানোর জন্য রুমে নতুন টিভি ওয়াইফাই লাইন সংযোগের ব্যবস্থা করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পরিতোষ কুমার, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, বড়াইগ্রাম পৌর সভার মেয়র আব্দুল বারেক সরদার, পৌরসভার সচিব জালাল উদ্দিন। বড়াইগ্রামের ইউএনও আনোয়ার পারভেজ জানান, বড়াইগ্রাম থানার ৭ পুলিশ সদস্যকে বড়াইগ্রাম পৌরসভার হলরুমে এবং বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য এবং গোপালপুরের ইউপি সদস্য নিজ নিজ রুমে কোয়ারেন্টাইনে চলে গেছেন।
Advertisement