“ভরা এ রৌরবে”- মৃন্ময় চক্রবর্তী’র কবিতা

0
560
কবি এনকে

ভরা এ রৌরবে ।। মৃন্ময় চক্রবর্তী

কলকাতার সিঁড়ির তলায় বসে এঁটো চিবোতে চিবোতে দিল্লির দিকে মুখ করে ঘেউঘেউ করা কুকুরের মতো প্রগতিশীল সময় এখন। শহরের গলিতে ছড়িয়ে থাকা মরা ইঁদুরের নাড়িভুঁড়িই শিল্পের ভাবীকাল। কোলাকুলির মাছবাজারের সভা ফুঁড়ে সরকার বদলের ঠিক আগেই অবশ্য কেউ কেউ বিপ্লবী হয়ে যায়। তবু আমরা যারা কবি নই তারা এইসব শিল্প, সিঁড়ি ও বিপ্লব দেখে ভয় পাই। আমরা দেখি দিগন্ত কালো হয়ে আসছে কাকের ডানায়। আধফোঁটা সূর্য পেলে আমরা বর্তে যেতাম। কিন্তু সূর্য কোথাও নেই এ ভরা রৌরবে। যদিও বাড়ন্ত হাঁড়িতে কিছু নাছোড়বান্দা খোঁজখবর আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে, আর কিছু ইশতেহার নিভন্ত চুল্লিতে জ্বেলে রাখতে চায় নিস্ফল আগুন। না, এসব আমাদের সম্বল নয়, এসব অনেকটা অদৃশ্য চিতার মতো জীবনকে পোড়াতে পোড়াতে যাওয়া নির্বুদ্ধিতা!

কলকাতা,ভারত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“কথায়-কথায়”- সৌমেন্দ্র দত্ত ভৌমিকের কবিতা
পরবর্তী নিবন্ধ“স্বভাব বৈরাগী”- লিপি চৌধুরী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে