ভালোবাসা ও প্রেম -কবি গোলাম কবির‘এর কবিতা

0
404
Golam Kabir

ভালোবাসা ও প্রেম – ১

গোলাম কবির

ভালোবাসা উন্মত্ত এক বহমান নদী
যে এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়
আর প্রেম? সে তো মরীচিকা হায়!
বারবার খুঁজে ফিরি তবুও না পাই!

ভালোবাসা ও প্রেম – ২

কে বললো যে ভালোবাসা পাচ্ছি না!
ভালোবাসা আছে, পাই বলেই
অনেকসময় এই ভিতরটায় হঠাৎ করে
এসে কেউ একদম লুটপাট করে নেয়!
কারো চোখের একটা তীক্ষ্ণ দৃষ্টিতেই
আগুনে ঝলসে যাওয়া পাখির ছানার মতো
তড়পায় মন, ইচ্ছের পাখিরা ডানা মেলে
উড়ে যেতে চায় স্বাধীন ভাবে সবখানে!
অনেকসময় এলোমেলো করে দিয়ে যায়
মানুষের যাপিত জীবন, কখনো আনন্দে
আবার কখনো দুঃখ দিয়ে অশ্রজলে
ভাসায় কিন্তু প্রেম! কোথা পাবো তারে!
এখনো সে যোগ্যতাই যে হয়নি আমার,
তাই খুঁজে ফিরি বারেবারে,
এজীবনে তা আর বুঝি
পাওয়া হলো না আমার!

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধবন্যার কারণে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইনে যান চলাচলে গতি নিয়ন্ত্রণ
পরবর্তী নিবন্ধনাটোরে চালের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে