ভুলে যাস
“””””””””””/আগমনী ধর
কাঁদিস কেন মন
এ জগতে কে তোর আপন
মুছবে চোখের জল।
কে আছে আর বন্ধু প্রিয়
কে তোর রাখবে খোঁজ
কেউ থাকেনা বিপদ এলে
বুঝে নিজের বোঝ।
অনেক জনা সুসময়ে
ঘুর ঘুর ঘুর করে
প্রাণের প্রিয় প্রাণপাখি
এমন ভাবটা ধরে।
স্বার্থসিদ্ধ হলেই হাওয়া
কেউ ডাকেনা কাছে
নিজের ভাল সবাই খোঁজে
তোর ভালোটা পাছে।
মুখ ঘোরাবে মন বিষাবে
অপবাদের ফুলে
তোর মনোবল বন্ধু যে তোর
বাকীটা যাস ভুলে।
কাঁদিস কেন মন
এ জগতে কে তোর আপন
মুছবে চোখের জল।
কে আছে আর বন্ধু প্রিয়
কে তোর রাখবে খোঁজ
কেউ থাকেনা বিপদ এলে
বুঝে নিজের বোঝ।
অনেক জনা সুসময়ে
ঘুর ঘুর ঘুর করে
প্রাণের প্রিয় প্রাণপাখি
এমন ভাবটা ধরে।
স্বার্থসিদ্ধ হলেই হাওয়া
কেউ ডাকেনা কাছে
নিজের ভাল সবাই খোঁজে
তোর ভালোটা পাছে।
মুখ ঘোরাবে মন বিষাবে
অপবাদের ফুলে
তোর মনোবল বন্ধু যে তোর
বাকীটা যাস ভুলে।
Advertisement