মিরপুরের রাস্তায় -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
846
Shahina Ronju

মিরপুরের রাস্তায়

কবি শাহিনা খাতুন

প্রখর রোদেলা দুপুর বেলায়
মিরপুরের রাস্তায় চলছি
মাস্কে মুখ ঢাকা ভিখিরি এসে সামনে দাড়ায়
মাগো কাজ নেই কটা টাকা দিন।
সাত দিন আগে হুতোশে এই রাস্তায়
হারিয়ে ফেলেছি মানিব্যাগ
প্রথমে রাগ করেছি নিজের উপর
সারাজীবন বেহুশই থাকলাম
পরে ভাবলাম থাক
যে নিয়েছে তার কাজে লাগুক
এই দূর্দিনে যে রাস্তায় সে দরিদ্র
অন্তত আমার চেয়েও।
ঘরে যাও বলে চিৎকার করে যে
সরকারি কর্মচারী গলা ফাটায়
সে কথায় কর্ণপাত না করে
কেউ কেউ পালিয়ে যায়।
পালিয়ে কোথায় যায়?
সন্তর্পণে কোন আড়াল খুঁজে নেয়
রোজদিনের আশ্রয়স্থল আউলিয়ার দরবার
এখন গেইট বন্ধ করে দারোয়ান
কড়া পাহারায় আছে।
এত শাসন এত মোটিভেশন
তারপরও রাস্তার পাশেই থাকা শিশু
কোন ঘর নেই তোমরা বিশ্বাস কর
তার কোন ঘর নেই
তাদের কোন ঘর নেই
দুচোখ ঝাপসা হয়ে আসে
আমার কিচ্ছু নেই
আমি খুব দরিদ্র সরকারি কর্মচারী
আমাকে দোষ দিয়ে চলে যাও
আমাকে গালি দাও
যদি তাতেও হে রাস্তার শিশু
তোমার ক্ষোভ না কমে
আমার দু গালে চড় দিতে পারো
আমি একটুও দুঃখ পাবোনা
দুঃখ আমার গলা পর্যন্ত এসে গেছে।

১৩/৪/২০২০

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধরাজার চোর -বুলবুল আহমেদ‘এর ছড়া
পরবর্তী নিবন্ধমরীচিকা -শাপলা জাকিয়ার ভৌতিক গল্প -পর্ব-১৫

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে