মুক্ত কর বৈরী পরিবেশ, রই ধরাধামে -প্রদীপ সরকার‘এর ছড়া

0
348
Prodip Sarker

মুক্ত কর বৈরী পরিবেশ রই ধরাধামে

ছড়াকার প্রদীপ সরকার

প্রজ্ঞা নাই যার
দীক্ষা চাই তার।
দে অশিক্ষা যার
ক্ষমতা তার।
দবদল ক্ষমতা
কাৎ হবে জনতা।
স যার বেশি
লাল ঘোড়া দেশি।
ড়ে লাল ঘোড়া
বাবু আগে দৌড়া।
জায়গা নেই আর
স মেলা ভার।

না যাই আর কামে
টোটকা কিনি দামে
ই ধরাধামে।

 

Advertisement
উৎসProdip Sarker
পূর্ববর্তী নিবন্ধসমাধি -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা
পরবর্তী নিবন্ধসিংড়ায় অগ্নিকান্ডে ভষ্মিভূত তিন পরিবারের নয়টি ঘর, ১০ লক্ষ টাকার ক্ষতি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে