মুক্ত কর বৈরী পরিবেশ রই ধরাধামে
ছড়াকার প্রদীপ সরকার
প্রজ্ঞা নাই যার
দীক্ষা চাই তার।
পদে অশিক্ষা যার
সক্ষমতা তার।
রদবদল ক্ষমতা
কাৎ হবে জনতা।
রস যার বেশি
লাল ঘোড়া দেশি।
লড়ে লাল ঘোড়া
বাবু আগে দৌড়া।
জায়গা নেই আর
রস মেলা ভার।
না যাই আর কামে
টোটকা কিনি দামে
রই ধরাধামে।
Advertisement