মেঘে মেঘে বেলা হয় -শেলীনা আকতার খানম‘এর ছড়া

0
674
Selina Akter

ছড়া : মেঘে মেঘে বেলা হয়

ছড়াকার : শেলীনা আকতার খান

মেঘে মেঘে বেলা হয়
বেশি কথা ভালো নয়
নিশি তারা কথা কয়
মেঘে মেঘে বেলা হয়।

মেঘে মেঘে বেলা হয়
উচুঁ স্বরে কথা নয়
জ্ঞানী সব চেয়ে রয়
মেঘে মেঘে বেলা হয়।

মেঘে মেঘে বেলা হয়
সবি যেনো এক নয়
দেখে জোর লাগে ভয়
মেঘে মেঘে বেলা হয়।

শেলীনা
২২.০৬. ২০ ইং।

Advertisement
উৎসSelina Akter
পূর্ববর্তী নিবন্ধনাটোর পৌরসভায় তৃতীয় দফায় ওএমএসের কার্ড বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত-৩

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে