ছড়া : মেঘে মেঘে বেলা হয়
ছড়াকার : শেলীনা আকতার খান
মেঘে মেঘে বেলা হয়
বেশি কথা ভালো নয়
নিশি তারা কথা কয়
মেঘে মেঘে বেলা হয়।
মেঘে মেঘে বেলা হয়
উচুঁ স্বরে কথা নয়
জ্ঞানী সব চেয়ে রয়
মেঘে মেঘে বেলা হয়।
মেঘে মেঘে বেলা হয়
সবি যেনো এক নয়
দেখে জোর লাগে ভয়
মেঘে মেঘে বেলা হয়।
শেলীনা
২২.০৬. ২০ ইং।
Advertisement