“মোহের অপেরা”- সুবর্ণা গোস্বামী

0
341
সুবর্ণা এনকে

মোহের অপেরা
সুবর্ণা গোস্বামী

এইখানে বসে আছি
যেখানে ত্বক চিরে প্রকাশিত বিষন্ন ছাতিম।
আর আমি মেহেদী আঙ্গুলে
ভাষা ও আলপনা রেখে এঁকেছি অপেক্ষা।
শান্ত সকাল এবং মোহের অপেরা গাইছে স্বান্তনা।
ওলো সই, হয়ত হবে না যেতে- মেনে নাও এই।
রৌদ্র, ডাহুকের নিকটবর্তী হও।
পালকের নীচে কী অসুখের ওম!
গানটি জন্মাবে কোন ধানের ঔরসে।
নিভে গেলে শীতঋতু অজগর জাগে।
স্বর্গসিঁড়ি উঠে গেছে ফাগুনের ঘরে।

তারপর সিঁড়ি বা সাপ বেছে নেয়া যাক যে কোনটিকে।
মনে রেখো নেমে যাওয়ার পথ সিঁড়িতেও থাকে।

ঢাকা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“কবি থেকে ঈশ্বর হও”- শীলা ঘটকের কবিতা
পরবর্তী নিবন্ধ“মানুষ তাঁর ব্যবহারের সমান বড়”- পলি শাহীনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে