রাগ -এম আসলাম লিটন‘এর কবিতা

0
279
Syed Aslam Liton

রাগ

এম আসলাম লিটন

প্রকৃতি রেগে গেলে ভীষণ সুন্দর লাগে
তার রাগত রূপ মনক্যানভাসে
ঝড়নৃত্যের নান্দনিকতায় উদ্ভাসিত হয়!
রাগ মানেই রুদ্ররোষ; রাগ মানেই মাতঙ্গি ঢেউ
রাগ মানেই আবরণ খুলে যাওয়া নিখাদ প্রাকৃত রূপ!
আমি চাই কেউ একজন ভিষণ রেগে যাক
রেগে খামচে ধরুক আমার গাল; পিঠ
রাগতমুষ্ঠি ছিড়ে ফেলুক আমার এলোমোলো চুল!
শুধু রাগের সাথে মিশিয়ে নিক এক চিমটি অনুরাগ!

Advertisement
উৎসSyed Aslam Liton
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বড়াল নদীর ১১৭৮ অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ
পরবর্তী নিবন্ধপালাবদল -কবি অসিত কর্মকার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে