সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম ভাইয়ের স্ত্রী আফিয়া ফারজানা মিম ভাবীর আজ জন্মদিন। নাটোরকন্ঠ পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা…………….
সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম ভাই তার ফেসবুক ওয়ালে ভাবীকে যে শুভেচ্ছা জানিয়েছেন তা তুলে ধরা হলো …..
“শুভ জন্মদিন প্রিয় বউ”
=================
আজ আমার খুবই প্রিয় আর প্রচন্ড ভালবাসার একজন মানুষের জন্মদিন ।তার জন্মদিনে অন্তরের অন্ত স্থল থেকে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ।”শুভ জন্মদিন-কবিতার ছন্দে, মনের আনন্দে,মনের মাধুরী মিশিয়েএক গোছা ফুলের সুবাস ছড়িয়ে দেইকামনা করি হৃদয়ের অন্তঃস্থল থেকে …
ভালোবাসা কাকে বলে আমাকে যদি প্রশ্ন করা হয় আমি এক কথায় বলবো তুমি।কারন তোমার কাছ থেকেই আমি শিখেছি।
আমাকে বাস্তব জীবনে চলার পথে সবসময় একাকীত্ব কাজ করতো। ঠিক তখনি তুমি এসে আমার হাতটি ধরেছ।সে হাতটি তুমি এখনো ধরে রেখেছ। এটায় আমার জীবনের সবসময় বড় পাওনা।
আমি তোমার সব হয়ে থাকতে চাই:-ভাই/বন্ধু/ পরিবার ইত্যাদি।সব সুখ তোমাকে দিতে চাই।
আজ তুমি আমার রাত জাগার সঙ্গী হয়েছ,আজ তুমি আমার স্বপ্ন দেখার কারন হয়েছ,আজজ তুমি আমার চলার পথের সঙ্গী হয়েছ।যেটাকে ঘিরে আমি সবসময় গর্ব করি।
মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই তোমাকে পৃথিবীতে পাঠানোর জন্য,সে সাথে শুকরিয়া জানাই তোমার মা কে তোমাকে জন্ম দেয়ার জন্য।যার কারনে আমি তোমাকে পেয়েছি।
আজ তোমাকে নিয়ে যদি লিখতে যাই কখনো শেষ হবেনা।কারন আমাদের ভালোবাসার কথা শেষ হবার মতো নয়।
আজ তোমাকে কথা দিলাম কখনো ছাড়বোনা তোমার হাত,যত দিন আমার শিরায় রক্ত বইবে ততোদিন তোমাকে ভালোবেসে যাবো।কারন আমার জন্মটি হয়েছে তোমাকে ভালোবাসার জন্য।
আমি আশা রাখবো জীবনের প্রতিটা ক্ষেএে আমার পাশে থাকবে,আমার হাত কখনো ছাড়বেনা,ছায়া হয়ে আমার পাশে থাকবে,নিশ্বাসে বিশ্বাসে থাকবে,আমার অস্তিত্ব জুড়ে শুধু তুমি থাকবে।
আজ তোমাকে নিয়ে এত কথা বলার একটিই কারন হল,আজ তোমার জন্মদিন। আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছ।আলোকিত করেছ পৃথিবী।
তোমার মতো মেয়ে হোক প্রতিটা মায়ের-তোমার মতো ভালোবাসার মানুষ হোক,প্রতিটা ভালোবাসার মানুষের।
অবশেষে, জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা। শুভ হোক তোমার আগামীর পথচলা। ভরপুর হোক সুখ।