শেষাংক -কবি আনিছুর রহমান‘এর কবিতা

0
222
Anisur Rahman

শেষাংক

কবি আনিছুর রহমান

কতশত সুখের সন্ধানে ঐ
স্বপ্ন দেখেছি
ছন্দ এঁকেছি
আঁখি পল্লবের ছাঁয়ে।।
শেষ হবে স্বপ্ন ভূবনে ঐ
ছন্দ আঁকা;
ছিঁড়বে সুখের দোলা
আঁখি পল্লবের ছাঁয়ে।।
যত মনিহার মাধবী ঐ
ক্ষান্ত হবে অচিরে
হবে শেষ সাজন শুভ্রতে
আঁখি পল্লবের ছাঁয়ে।।
দৃষ্টির সীমানা পেরিয়ে ঐ
যেতে যে হবেই অনন্তে
ক্ষমিও আমায়;
রেখো, আঁখি পল্লবের ছাঁয়ে।

Advertisement
উৎসAnisur Rahman
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আবারো করোনায় মৃত ব্যক্তির সৎকার করলো হিন্দু মহাজোট
পরবর্তী নিবন্ধঅক্ষরে আগ্রহ আছে -কবি অসিত কর্মকার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে