শৌখিন স্বপ্ন সন্ধানী -কবি ফাতেমা আক্তার শিল্পী‘এর কবিতা

0
205
Fatema Akter Shilpi (নীলকন্ঠী)

শৌখিন স্বপ্ন সন্ধানী

কবি ফাতেমা আক্তার শিল্পী

পাতাঝরা শীতের বিবর্ন রুক্ষ শরীরের প্রতিচ্ছবি
তোমার শৌখিন কল্পনাবিলাসী চোখে হয়তো-
ছড়িয়ে দেয় সুন্দরের উন্মাদনা মায়াজাল!
পাহাড়ের ঢালে থেকে সমুদ্রসঙ্গম নিত্যকার বিভ্রান্তি
চাঁদকেও মাঝেসাঝে হাতের মুঠোয় ধরতে পারো
সন্ধ্যেকার চায়ের সাথে ডুবিয়ে খাওয়া বিস্কুটের মতো!
মঙ্গল গ্রহে শনির প্রভাব আজকাল পান্তাভাত
শান্তির মন্ত্র জপে বৈরাগ্য ঘোচায় গৃহসন্যাস; তবুও
মতোভেদের তীব্র ছুরি বিঁধে শেষে আলোর বুকে!
মরা সময়ে অলীক স্বপ্ন দেখা বসন্তের হাতছানিতে
কোকিলের কণ্ঠ সুর বাঁধে তপ্ত দুপুরের মায়ায়
মৃত শরীরের শীতল ভাজে চলে টুকরো সুখ সন্ধান!

Advertisement
উৎসFatema Akter Shilpi (নীলকন্ঠী)
পূর্ববর্তী নিবন্ধকবি গোলাম কবির‘এর ছ‘টি কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে ভোলামন বাউল সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে