সাম্পানওয়ালা
মোহাম্মদ সেলিম
মৃত সাপের ওয়াইনে
ভেসে গেছে সমুদ্র!
মুগ্ধ সকাল পুড়িয়ে
তুমি নিশ্চয়ই
চতুর সাম্পানওয়ালা।
কত আকাশ দেখ তুমি
কত জাহাজের মাস্তুল
কত কত বিমুদ্ধ ডানা
কত নগরের ফুল।
সাম্পানওয়ালা গত সন্ধ্যায়
মরে গেছে
শেফালী তোমার!
আঁধারের আদ্রিতায় বাঁচেনি সে!
Advertisement