“সাম্পানওয়ালা” – মোহাম্মদ সেলিমের কবিতা

0
709
www.natorekantho.com

সাম্পানওয়ালা
মোহাম্মদ সেলিম

মৃত সাপের ওয়াইনে
ভেসে গেছে সমুদ্র!

মুগ্ধ সকাল পুড়িয়ে
তুমি নিশ্চয়ই
চতুর সাম্পানওয়ালা।

কত আকাশ দেখ তুমি
কত জাহাজের মাস্তুল
কত কত বিমুদ্ধ ডানা
কত নগরের ফুল।

সাম্পানওয়ালা গত সন্ধ্যায়
মরে গেছে
শেফালী তোমার!
আঁধারের আদ্রিতায় বাঁচেনি সে!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅসমাপ্ত আত্মজীবনী,– আমার / আমিনুল ইসলাম
পরবর্তী নিবন্ধ“যে তোমাকে জানে- তোমার অধিক”- কাজী আতীকের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে