সাহায্যের হাত সংঘের নেতৃত্বে বাগাতিপাড়া জামনগর জীবাণুনাশক স্প্রে ,মাক্স, হাতের গ্লাফ,সাবান বিতরণ!
মোঃ রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টারঃ-
“নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে”
মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্ববাসী। সরকার থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষ সচেতনতামূলক কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন ।
আজ ১ এপ্রিল ( বুধবার )
সাহায্যের হাত সংঘের সভাপতি এস,এম, নাহিদ হাসান এর নিদের্শনায়, মোঃ শাকিল আহমেদ,সাধারণ সম্পাদক সাহায্যের হাত সংঘ, রাজশাহী নীউ ড্রিগ্রী কলেজ, এর নেতৃত্বে বিতরণী অনুস্ঠান টি উৎবধণ করেন ২নং জামনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাব্বর হোসেন,পুঠিয়া কারিগরি কলেজ,মোঃশফিউল ইসলাম সাদিত,মোঃনাহিদ হাসান, শিক্ষা বোর্ড কলেজ রাজশাহী, মোঃ তানজিদ হাসান, সিটি কলেজ রাজশাহী, মোঃশাকিল খান,রাজশাহী কলেজ, সারোয়ার জাহান,রাইহান,সীজানূর,কাজি সামিয়া মোস্তফা, হুমাইরা ইয়াসমিন, প্রমুখ।
সাহায্যের হাত সংঘের সদস্য ছাত্র,ছাত্রীর একটি টিম করে মরণব্যাধি করোনা ভাইরাস থেকে জনসাধারণের সুরক্ষার জন্য নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামনগর বাক্কারের মোড় হয়তে জামনগর বাজার সহ, এলাকায় ৪০০ মাস্ক, ৪০০সাবান, বিতরণ, জীবাণুনাশক স্প্রে করেন, এবং অসহায় দিনমজুরদের রিক্সাচালকদের মাঝে ও হাতের গ্লাফ বিতরণ করেন।