সিংড়া নাটোর কণ্ঠ:
নদীর স্বাভাবিক প্রবাহ বাঁধা সৃষ্টিকারী অবৈধ কাঠামো উচ্ছেদ এবং স্রোতি জাল অপসারণের লক্ষ্যে নাটোরের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। আজ সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর ও কলম ইউনিয়নের কালিনগর এলাকায় আত্রাই নদীতে পরিচালিত অভিযানে তিনটি অবৈধ কাঠামো উচ্ছেদ করা হয় এবং প্রায় ২০০ মিটার স্রোতি জাল জব্দ ও বিনষ্ট করা হয় যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এছাড়া স্রোতি জালের কাঠামো নির্মাণের জন্য প্রস্তুতকৃত প্রায় ৫০টি বাঁশ জব্দ করা হয়। এসময় স্রোতি জালের সাথে সম্পৃক্ততা থাকায় এক ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর ১২ সদস্যের একটি ফোর্স।
Advertisement