ধর্ষণ -কবি রূপম খীসা‘এর কবিতা

0
338
Rupam Khisa

ধর্ষণ

কবি রূপম খীসা

মনের ভুবন আজি ধূসর
বিচার কাঁদে নীরবতায়,
কে শোনাবে অভয় বাণী
একটু খানি সান্ত্বনায়?
দিলটা যে আজ বড্ড পাষাণ
রক্ত চোষা হায়েনার,
খাবলে খাচ্ছে নারীর দেহ
নিপাত গেলো সভ্যতার।
কোথায় পেলো শক্তি সাহস
দিনকে করে রাত,
ছুতোয় ছলে দেয় যে ফাঁকি
আইনের লম্বা হাত?
জাত বেজাতের প্রশ্ন তোলে
ক্ষুদ্র নাকি সম্প্রদায়,
ভ্রান্তি মোহে সাধ মিটাতে
খোদার সনেও সন্ধি নাই।
আঁধার যদি অন্তরে ছায়
মানব বিধান ত্রাসে,
হয়নারে ভুল শাস্তি প্রভুর
ভরতে হৃদয় নুরে।

২৮/০০৯/২০২০

Advertisement
উৎসRupam Khisa
পূর্ববর্তী নিবন্ধশেষ চিঠি -কবি হেমা পাল বর্ধন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধসিংড়া ও গুরুদাসপুরে তিনটি অবৈধ সোতি জাল উচ্ছেদ, জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে