সুপ্রিয় সিংড়াবাসী সালাম ও শুভেচ্ছে…………..
৪৭ বছরের পর একেবারে অবহেলিত সিংড়াকে আলোর মুখ দেখিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী পলক ভাই, তিনি সিংড়াবাসীর জন্য যা করেছেন দলমত নির্বিশেষে তা প্রশংসিত।হয়তো আল্লাহ্ তাকে এই মহান শক্তি দিয়েছেন। তবে সবকিছু সম্ভব হয়েছে তার মনের সততা ও সৎ ইচ্ছার কারণে। সিংড়ার চারিদিকে তাকালে দেখা যায় মমতাময়ী শেখ হাসিনা সরকার ও পলক ভাইয়ের উন্নয়ন। আজ করোনাভাইরাসে সারাদেশ আতংকে। একমাত্র সৃষ্টিকর্তাই পারে সবাইকে রক্ষা করতে। আর বিপদে আমাদের ও আপনাদের পলক অনেক অবদান রেখেছে যা আর কোন কেউ কখনো রাখেনি। এই বিপদে তিনি ঘোষণা দিয়েছেন আমি থাকতে সিংড়ায় কোন অসহায় না খেয়ে থাকবে না। ভেবে দেখুন এই কথা কত বড়? এমন কথা সবাই বলতে পারে না। তিনি সরকারী কাজে ঢাকায় তবুও পলক ভাই ঢাকা থেকে নিজ এলাকায় একবেলার জন্য এসেও ৫ হাজার সিংড়ার পরিবারকে সহযোগিতা করেছেন। উনার প্রচেষ্টায় উনার নেতৃবৃন্দ উনার পক্ষ হতে সহযোগিতা চলমান রেখেছেন।মনে রাখবেন পলক আপনাদের সন্তান। উনি কারো কান কথা পছন্দ করেন না। আপনাদের যেকোন প্রয়োজনে আপনাদের সন্তান পলককে জানাবেন। আশা করছি যিনি প্রাপ্য সেই মাপকাঠি করেই উনার পক্ষ থেকে সহযোগিতা পাবেন। তবে সিংড়াবাসী আপনাদের কাছে অনুরোধ, পলক ভাই যেমন সিংড়াবাসীর জন্য সব সময় কাজ করছেন আসুন এই বিপদে আমরাও সৃষ্টিকর্তার কাছে পলক ভাই ও উনার পরিবারের সকলের ভালোর জন্য দোয়া করি। আপনাদের সন্তান উনি আপনাদের @Zunaid Ahmed Palak