সিংড়ায় গ্রাম পুলিশের গায়ে গরম পানি ঢেলে দিলো চা দোকানী

0
3868

সিংড়ায় গ্রাম পুলিশের গায়ে গরম পানি ঢেলে দিলো চা দোকানী

অাবু জাফর সিদ্দিকী, সিংড়া
নাটোরের সিংড়ায় করোনা পরিস্থিতির কারণে চা দোকান বন্ধ করতে বলায় গ্রাম পুলিশের গায়ে গরম পানি ঢেলে দিয়েছে চা দোকানী।

জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে রবিবার বিকেলে চা দোকান খোলা থাকায় বন্ধ করতে বলে গ্রাম পুলিশ সাজেদুল। দোকানী রাকিব বন্ধ না করে ক্ষীপ্ত হয়ে গ্রাম পুলিশের গায়ে গরম পানি ঢেলে দেয়। এ ঘটনায় সিংড়া থানা পুলিশ তাকে অাটক করে থানায় অানে।

সিংড়া থানার উপ-পরিদর্শক ইলিয়াস কবির অাটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামের অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ভষ্মিভূত
পরবর্তী নিবন্ধক্ষমা করে চলে যাও -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে