সিংড়ায় ঢাকা-গাজীপুর থেকে বাড়ি ফেরার পথে ১৯ জনকে হোমকোয়ারেন্টিনে

0
307
korona

 সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ঢাকা-গাজীপুর থেকে নিজ গ্রামে ফিরে আসার পথে ১৯ নারী পুরুষকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে স্থানীয় হোমকোয়ারেন্টিনে ১৪ দিন থাকার নির্দেশ দেন । শনিবার দুপুরে সিংড়ার চৌগ্রাম চেকপোষ্টে হাইওয়ে পুলিশ ১৯ জনের ঢাকা-গাজীপুর থেকে ফেরত আসা এই নারী ও পুরুষের দল আটক করে। সিংড়া চেীগ্রাম হাইওয়ে ঝলমলিয়া পুলিশ ফাড়ির এসআই মোজাম্মেল হক জানান, ঢাকা-গাজীপুর থেকে পিকআপ ভ্যানে করে একদল নারী পুরুষ সিংড়ার চৌগ্রাম ও ছাতার দিঘী গ্রামে আসছিলেন। পথে চৌগ্রাম ঝলমলিয়া হাইওয়ে পুলিশের একটি টিম চৌগ্রাম চেক পোস্টে তাদের আটক করে। এসময় বগুড়া রিজিওয়ানের সার্কেল এএসপি রায়হান সেখানে উপস্থিত ছিলেন। বিষয়টি পরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। পরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার এর উপস্থিত তদারকিতে তাদের কে ছাতারদিঘী ইউনিয়নে প্রেরন করেন। ইউএনও মুঠোফোনে ১১ নং ছাতারদিঘী চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করে তাদের কে ১৪ দিন উক্ত ইউনিয়নের কালিগঞ্জ রহিম উদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রী কলেজ রুমে কোয়ারেন্টাইনে রাখার জন্য নির্দেশ দেন। অপরদিকে পিককাপ চালককে নাটোর সদর কোরেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেয়া হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় রাতে খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি আদনান মাহমুদ
পরবর্তী নিবন্ধনাটোরের দরিদ্র মানুষের দ্বার থেকে,হৃদয়ে পৌঁছে গেলো “জাগো বাহে কোনঠে সবায়” সংগঠন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে