সিংড়ায় মুসল্লিদের উপর হামলা আহত -৩

0
365
Clash

রাজু আহমেদ, সিংড়া: নাটোরের সিংড়ায় শুক্রবার জুমআর নামাজ থেকে বের হবার সময় মসজিদের বারান্দায় ঢুকে মুসল্লীদের উপর হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, নায়েব আলীর সাথে সেলিমের বুধবার কথাকাটাকাটির সুত্রপাতে মসজিদের সামনে এসে মুসল্লীদের মারপিট করেছে প্রতিপক্ষরা। সেলিম, শাহিন, শামিম ও সম্মাটের নেতৃত্বে হামলা করা হয়। হামলাকারীরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রীস আলীর শ্যালক বলে জানা গেছে। আহতরা হলেন, কৈগ্রাম আবুল হোসেনের পুত্র গোলাম মোস্তফা (৩২) আবুল হোসেনের পুত্র মহসিন আলী (৩৭), মৃত বাবন শাহের পুত্র আবুল হোসেন (৬৫), আহতদের সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এবিষয়ে সিংড়া থানায় মামলার প্রস্তৃতি চলছে বলে জানা গেছে। সিংড়া থানার ওসি নুর এ আলম জানান, এ বিষয়ে সিংড়া থানায় মামলা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসৃষ্টি কেন চুপ? -কবি শফিকুল আলম‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় করোনা ভাইরাসের ঝুঁকি নিয়েই স্বাস্থ্যসেবা দিচ্ছেন সিএইচসিপি কর্মীরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে