সিংড়ায় সাংবাদিকদের পিপিই দিলেন ডা: ফারজানা

0
732
ppe

 রবিন খান, সিংড়াঃ নাটোরের সিংড়ায় সাংবাদিকদের পিপিই দিয়েছেন দীপ মেডিকেল সার্ভিসেস এর সত্বধিকারী ডা: ফারজানা রহমান দৃষ্টি। শনিবার তিনি সিংড়া মডেল প্রেসক্লাব এর সাংবাদিকদের ৭ টি পিপিই প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ, সহ সভাপতি খলিল মাহমুদ, অর্থ সম্পাদক জুলহাস কায়েম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিন খান ও চ্যানেল এসের সাংবাদিক আবু সাইদ। ডা: ফারজানা রহমান দৃষ্টি বলেন, সাংবাদিকরা জীবনের ঝূকি নিয়ে কাজ করেন, করোনাভাইরাস জীবন আরো ঝূকিপূর্ণ। তাদের সুরক্ষা প্রয়োজন। এজন্য আমার দায়িত্ববোধ থেকে ক্ষুদ্র প্রচেষ্টায় এলাকার কিছু সাংবাদিকদের দিতে পেরে কৃতজ্ঞ। দুর্যোগ মুহুর্তে স্বাস্থ্যসেবা সহ সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই বলে তিনি জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ছাদ থেকে পড়ে ডিসি অফিসের অবঃ কর্মচারী মানিক উদ্দিনের মুত্যু
পরবর্তী নিবন্ধনলডাঙ্গায় মৃত যুবক করোনা আক্রান্ত ছিলেন না, ৮০ নমুনার সবগুলোই নেগেটিভ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে