সিংড়া পৌরসভায় শান্তিপূর্ন ভাবে নির্বাচন শেষে ভোট গননা শুরু

0
273

স্টাফ রিপোর্টার নাটোরকন্ঠঠ: তৃতীয় দফা নির্বাচনে নাটোরের সিংড়া পৌরসভায় শান্তিপূর্ন ভাবে নির্বাচন শেষে ভোট গননা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

বেলা ১ টার দিকে প্রকাশ্যে সিল মারা, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি মেয়র প্রার্থী।

এছাড়া আর কোন বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ সম্পান্ন হয়। ভোট গননার সময় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময়  প্রার্থীদের সমর্থকরা প্রতিটি কেন্দ্রের সামনে অবস্থান নেয় ফলাফলের অপেক্ষায়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
পরবর্তী নিবন্ধসিংড়ায় বিএনপি প্রার্থী ভোট বর্জন করলেও এজেন্টরা ভোট গণনা শেষ পর্যন্ত ছিল কেন্দ্রে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে