সিংড়ায় বিএনপি প্রার্থী ভোট বর্জন করলেও এজেন্টরা ভোট গণনা শেষ পর্যন্ত ছিল কেন্দ্রে

0
195

সিংড়া পৌর নির্বাচন
বিএনপি প্রার্থীর ভোট বর্জন ॥ ধানের শীষের এজেন্ট ছিলো ভোট গ্রহন পর্যন্ত

নাটোর কণ্ঠ:
নাটোরের সিংড়া পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ভোট বর্জন করলেও কয়েকটি সেন্টারে পৌলিং এজেন্টরা ছিলো ভোট গ্রহন শেষ পর্যন্ত। ভোট কেন্দ্রের কোন কোন পৌলিং এজেন্ট ভোট সুষ্ট হওয়ার কথা জানিয়েছেন। আবার কোন কোন ভোট কেন্দ্রের পৌলিং এজেন্টরা বিএনপির ভোট বর্জনের বিষয়টি জানেন না ।

বিভিন্ন সূত্রে দেখা যায় ভোট গ্রহনের শুরু থেকেই কোন কোন ভোট কেন্দ্রে ধানের শীষের এজেন্ট উপস্থিত ছিলেন না। বেলা ১টায় পৌর বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী তাইজুল ইসলাম ভোট বর্জনের ঘোষনা দেন। তবে পৌর এলাকার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে বিএনপির পৌলিং এজেন্টরা শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে ছিলেন।

সিংড়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডে বিএনপির (ধানের শীষের) পৌলিং এজেন্ট মো.রিয়ার মোস্তফা ভোট কেন্দ্রে থাকাবস্তায় ওই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আছাফুল ইসলাম সিদ্দিকীর মোবাইল ফোনে তিনি বলেন,আমি সাক্ষাতে কথা বলব। ৪নং কেন্দ্রে বিএনপির পৌলিং এজেন্ট ফায়জুল ইসলাম বলেন, বিএনপির ভোট বর্জনের বিষয়টি আমাকে জানানো হয়নি।

ওই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সায়বর আলী আকন্দ বিএনপির পোলিং এজেন্ট থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ৫নং কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আল আমিন (পিআইও) বলেন,শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপির পৌলিং এজেন্ট ভোট কেন্দ্রে ছিলো। বেলা ১টায় উপজেলা বিএনপির আহবায়ক এড.মুজিবুর রহমান মুন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদসহ উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত হয়ে ভোট বর্জনের ঘোষনা দেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়া পৌরসভায় শান্তিপূর্ন ভাবে নির্বাচন শেষে ভোট গননা শুরু
পরবর্তী নিবন্ধসিংড়ায় মেয়র পদে পুনঃনির্বাচিত হলেন জান্নাতুল ফেরদৌস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে