সৃষ্টি কেন চুপ? -কবি শফিকুল আলম‘এর কবিতা

0
312
Nurnaher-Nipa

সৃষ্টি কেন চুপ?

কবি শফিকুল আলম

বিশ্ব ছিলো রংতামাসায় হঠাৎ সবাই বন্দী,
মানব জাতি ঘরে বসে আঁটে কত ফন্দি ।
স্বজন – সুজন বন্ধুবান্ধব থাকে দূরে দূরে
পিতামাতা__ প্রতিবেশী কাঁদে ভুবন জুড়ে।
কতো আপন ছিলো সবাই রাখতো কত খবর,
আজ মরণে আসছে না কেউ দিচ্ছে না যে কবর।
অশ্রুসিক্ত ———-দু’নয়নে কাঁদছে ঘরে ঘরে
অন্ন-পণ্য পায়না কেহো চুপিসারে মরে।

যেজন ছিলো অনেক আপন আসতো আমার বাড়ি
অর্থ তাদের পকেট জুড়ে ছিলো কাঁড়ি কাঁড়ি।
কে করিলো এমন হালত কে সে মহান প্রভু?
ভাবছ কি মন গভিরভাবে এই ভাবনা কভু?
করোনাতে মরছে মানুষ বাকী সবি সঠিক,
শক্তিশালী মানব জাতি আজকে কেন বেঠিক?
এমন কি আর আছে বাকী পারতো না যে মানুষ?
আজকের এমন করুণ হালে সবাই কেম বেহুঁশ?

পারমাণবিক বোমা বানাই করোনাতে চুপটি
কোথায় গেলো অহংকারী প্যাচার মত মুখটি?
হুমকি-ধমকি ছিলো তাদের নিত্যদিনের কর্ম,
মানবতা____ চুপসে গেছে বুঝনি যে মর্ম।
সেদিন আমি পত্রিকাতে দেখছি কত দর্শন,
মেডিয়াতে ছিলো কত মানুষ মারার ধর্শণ।
ক্ষমতাবান কতো রাষ্ট্র সৃষ্টি কেন আজ চুপ?
আজকে খোদার গজব এসে দেখাই যে তার মূল রূপ

কত মৃত্যু কত মিছিল ছিলো না এই আশা
জানাজাটা হবে আমার পাবো ভালোবাসা।
আজকে সবি বন্ধ হলো দেখে না যে কেউ লাশ,
কবরটাও দেই না কেহো কাটে না ঝাড়ের বাঁশ।

Advertisement
উৎসNurnaher-Nipa
পূর্ববর্তী নিবন্ধমাতামহী -কবি সুপ্তি জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধসিংড়ায় মুসল্লিদের উপর হামলা আহত -৩

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে