সেলফি-ভাস্কর বাগচী’র ছড়া

0
791
ভাস্কর বাগচী

সেলফি-ভাস্কর বাগচী

সেলফি তুলে ভেলকি দিতে,
মন করে আনচান!
কেন? তোরা ভাবিস বাপু!
এটা আমার দান!

দুদিন পরেই ;
আমার আছে-
বিরাট সিলেকসান!
তাই তো হে,
ত্রাণের নামে-
করলাম প্রচার আগাম।

ক্ষমতার এ আরৎদারির,
প্রচার লাগে এখন!

এ সব কথা বোঝা কঠিন!
করিস! ঘ্যনোর ঘ্যন!

প্রচারেই হয় যে প্রসার,
এটা তো হে-
এক অর্থবের কথা!
আমি বাপু হে,
ক্ষমতা ব্যবসার
চুন পুঁটি এক গাধা।

মৌসুমের সব মৌসুমিদের
দেখাই পাওয়া ভার!
এখন তারা
বিশ্বসেরা!
আদর্শ কোয়ান্টার।
ভাস্কর বাগচী ০৯/০৪/২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুজব, রাজশাহী মেডিকেল থেকে করোনা রোগী পালিয়ে নাটোরে !রোগীর খোঁজে দৌড়ে বেড়াচ্ছে প্রশাসন
পরবর্তী নিবন্ধকরোনা ভাইরাস থেকে বাঁচতে ব্লাড প্লাসমা ( Blood Plasma)-ই এখন একমাত্র ভরসা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে