স্বাধীনতা স্বাধীনতা
পারুল আক্তার
তুমি রোজ সকালের পূর্ব আকাশে
রক্ত মাখা রবি।
সন্ধ্যা তারার উজ্জ্বল চাঁদে
তুমি বিজয়ের একফুল
কুসুম বাগে ফুটন্ত এক ফুল-
পল্লী গায়ের শস্যফলা
মায়ের কানের দুল।
স্বাধীনতা স্বাধীনতা
আমরা হলাম লড়াই করে বেঁচে থাকার জাতি।
ঐযে প্রাচীন কাল থেকেই
লড়ছি দিবস রাতি।
স্বাধীনতা স্বাধীনতা
আমরা হলাম বীর মুজাহিদ
আমরাই সূর্য সেনা।
বাংলাদেশী বীর হিসেবে আমরা সবার চেনা।
স্বাধীনতা স্বাধীনতা
যুদ্ধে মোরা কোনোদিনও মানি নিতো হার
তোমার বুকে আঘাত হানবে এমন সাহস কার?
স্বাধীন দেশের মানুষ মোরা
স্বাধীন ভাবেই থাকবো
বিশ্বের বুকে বাংলাদেশকে উঁচু করে রাখবো।
স্বাধীনতা স্বাধীনতা
তোমার জন্য কৃষক, শ্রমিক, ছাত্র জনতা
দিয়েছে একসাগর রক্ত ও প্রাণ
স্বাধীনতা স্বাধীনতা
বঙ্গবন্ধু আমাদের নেতা
স্বাধীনতা স্বাধীনতা
Advertisement