স্বাধীন মুল্লুক – কাজী লাবণ্য এর কবিতা

0
341

স্বাধীন মুল্লুক/ কাজী লাবণ্য

কাঁয় হামার কথা শোনে !
কাঁয়ও শোনে না,
হামার আন্ধার ঘরত পিদ্দিম জ্বলে না।
আজা যায়- আজা আইসে,
হামার কপালোত শিকা ছেড়ে না।

দাদা দেকি গেইচে
বিরটিশের শাসন
জমিদারের পীড়ন
বাপও দেকি গেইচে
পাকিস্তানী শোসন
মেলেটারীর দলন
হামার জামানত আসিল
মুক্তিযোজ্জ-
খানেরা হইল শ্যাষ
স্বাধীন হইল দ্যাশ।

এ্যালা নাই বৈদেশি
শোসন-শাসন,
আস্তা-ঘাটে খালি
ভাষন আর ভাষণ ।

হামার চুলাত জ্বলেনা আগুন
সানকি ঠনঠন
জমিন ফাটিয়া শুকায়া মরে
ইরি ধানের বেছন
বছর বছর আইসে মঙ্গা
নিদারুণ হাহাকার
সময় নাই তো কাহারো
হামাক ভাবিবার
স্বাধীন মুল্লুক হামার
কাক কি কমো ‘বাহে’
এটে তো সবাই হামরা হামরা
বৈদেশি কায়ও নহে।।

**রংপুরের আঞ্চলিক ভাষা

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের চিনিডাঙ্গা পদ্মবিল অস্তিত্ব সংকটে !! প্রশাসনের কারসাজিতে দলিল হচ্ছে খাস জমির!
পরবর্তী নিবন্ধকবিতা লিখতে গিয়ে -কবি গোলাম কবির‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে