কবিতা লিখতে গিয়ে -কবি গোলাম কবির‘এর কবিতা

0
231
Golam Kabir

কবিতা লিখতে গিয়ে

-কবি গোলাম কবির‘এর কবিতা

কবিতা লিখতে গিয়ে কখনো কখনো
লিখে ফেলি আমার অভিমান,
কখনো জিবরাইলের ডানায় উড়ে আসা
আমার ভালোবাসার কথা গুলো
পাঠিয়ে দিই তোমার কাছে মেঘের মেলায়।
কবিতা লিখতে গিয়ে কখনো
ভুল ঠিকানায় লিখে ফেলি
তোমার কাছে লিখা আমার প্রেমপত্র,
আবার কেটে ফেলে ভাসিয়ে দিই
চোখের জলের সমুদ্রে।
কবিতা লিখতে গিয়ে কখনো
এই আমাকেই লিখে ফেলি,
লিখে ফেলি আমার যতো সংকীর্ণতা,
ভালোবাসা প্রকাশের দৈন্যতা।
আমার অক্ষম বাসনার রক্তাক্ত ক্ষতচিহ্ন
গুলো এলোমেলো ভাবে নীলখামে করে
পাঠিয়ে দিই তোমার অলৌকিক আরশে!
কবিতা লিখতে গিয়ে কখনো কখনো
কিচ্ছুই লিখতে পারিনা,
আমার অশ্রুবিন্দু গুলো ছোপ ছোপ
রক্তের দাগের মতো পড়ে থাকে
কবিতার পাণ্ডুলিপির পাতায়!
কবিতা লিখতে গিয়ে কখনো কখনো
এমন হয় -ভালোবাসি, ভালোবাসি এবং
ভালোবাসি এই একটা মাত্র শব্দেই
ভরে ফেলি যেনো কেউ দেখতে না পায়
এমন করে হৃদয়ের সবকটা কাগজের পাতা!
কবিতা লিখতে গিয়ে কখনো এমন হয় –
কবিতা লিখার বদলে তোমায়
ভাবতে ভাবতে সকাল হয়ে যায়
এবং একসময় ভীষণ ক্লান্তি নিয়ে
ঘুমিয়ে পড়ি লিখার টেবিলেই।
কবিতা লিখবো বলে বসে থেকে থেকে
মধ্যযামিনীতে লোকলজ্জা ভুলে গিয়ে
একটা সময় তোমাকে ভালোবাসি ,
তোমাকে ভালোবাসি বলে
পাগলের মতো চিৎকার করে উঠি!

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধস্বাধীন মুল্লুক – কাজী লাবণ্য এর কবিতা
পরবর্তী নিবন্ধকবি বিপুল অধিকারী’র একগুচ্ছ কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে