হারু আর চৈতন্য কাকার করোনা ভাবনা! – ভাস্কর বাগচী

0
364
ভাস্কর

হারু আর চৈতন্য কাকার করোনা ভাবনা! – ভাস্কর বাগচী

হারু কাকা একটা খবরে মনে মনে বেজায় খুশি! কে যেন মনে মধ্যে গায়,- আহা আজি এ বসন্ততে!….. কে যেন বলিয়াছে,.. বাংলা মদে বার বার হাত ধৌত করিলে নাকি করুনা জিবানু কিচ্ছু করতে পারবি না! হারু কাকার মনে কয়, কেউ যদি বলতো! বাংলা মদে গোসল দিলে তার আর কিচ্ছু হবি নানি! ইসরে! কত ভাল হইতো। আরে বাবা ফ্যসবুকে বলোনা, বাবা এই কথাডা  প্রচার ব্যবস্হা করে দিক, যত খরচ হয় হোক!

তয় কথা হইল কি; হারু কাকা প্রবীণ মানুষ। তাহার ও কিছু বিশ্ববাসীর প্রতি উপদেশ আছে! আরে বাবা মানুষেরে ঘরে রাখতে পুলিশ আর্মি পারবি নানি। মানুষ বিদ্রোহ প্রবণ জাতি! হে গো বিদ্রোহী কবি; কবত্যা সবই আছে! তয় মনে ভয় ও আছে!দু চার টা করুনা রুগীকে রাস্তায় চক্কর দেওয়ালেই তো বাবা; কাম হয়ে যায়! কেউ আর ঘর থেকে বের হবি নানি।

অন্যদিকে, উদাস মনে চৈতন্য কাকা ঘরের জানালার কাছে দাড়িয়ে হকিং, ম্যলথাসের কথা ভাবে, প্রকৃতির প্রতিশোধ এর কথা ভাবে। মানব জাতীর ঐক্যহীনতা মানব সভ্যতার ধ্বংশের দ্বারে দাড়িয়েও মানুষের বোধ বুদ্ধি ফিরছে না ; ভেবে তার মন ভেঙে যায়। তবে তিনি মনকে সান্তনা দেন, মানুষের বোধ ফিরবেই! সাদা কে সাদা আর কালো কে কালো, আবার সে বলতে শিখবেই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“শালা হুজুগে বাঙালি “- এম আসলাম লিটন
পরবর্তী নিবন্ধসিংড়ায় পুলিশ বন্ধ করতে পারলোনা সাপ্তাহিক বড়গ্রাম হাট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে