অচেনা থেকেছেন ঈশ্বর -কবি তাপস চক্রবর্তী‘এর কবিতা

0
282
তাপস চক্রবর্তী

অচেনা থেকেছেন ঈশ্বর

কবি তাপস চক্রবর্তী

দোলের আবীরখেলা থেকে রথযাত্রার ফুল।
অথচ আমার কাছে আজকাল জগন্নাথ মানে–
সবুজ বৃক্ষের মতো পরিপাটি তুমি,
কংক্রিটে– আকাশমুখি দালানকোঠা যেমন।

নিরাকারের ব্রহ্মের পাত্থুরি অবিশ্বাসে নয়–
বিশ্বাসের অহম অনলে অনল চেতনায়–
হোম শেষে অহরহ বিভাজন করি–
সহস্র গাণিতিক সংজ্ঞা।

চলমান আষাঢ় আগত শ্রাবণ– ঝরে বরিষণ
তারি চরণে– স্মরণে ফুটেছে হলুদ হলুদ কদম–
জানি সেও আজ তোমার মতো।

আমিও আজকাল পরাগ সন্ধ্যায়– আঁধারে
তোমাকে জগন্নাথ ভেবে– সহস্র কদমে রাখি হাত…
তুলতুলে পরশে– বিড়ালের পশম যেমন;
তুমুল ছন্দে তোলপাড়– হয়তো তুমিও তেমন।

আমার কাছে আজ– আমারি মিছে ভাবনা যতো…
তার মাঝেও অচেনা রয়েছে আজ কেউ কেউ
জেনে নিও– সেতো তুমি নও–
বাতাসের মতো– অচেনা থেকেছেন ঈশ্বর।

Advertisement
উৎসতাপস চক্রবর্তী
পূর্ববর্তী নিবন্ধজীবনের গান মৃত্যুর বিপরীতে -লেখক নাজনীন নাহার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ করলেন এমপি শিমুল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে