অদূরে স্নানঘর -কবি বনশ্রী বড়ুয়া রুমি‘এর কবিতা

0
286
বনশ্রী বড়ুয়া রুমি

অদূরে স্নানঘর

কবি বনশ্রী বড়ুয়া রুমি

আমরা কোথায় যাচ্ছি কেউ তা জানে না,
ধুলো উড়া থেমে গেছে বৃষ্টির শব্দে
বিলবোর্ড মাথা উঁচিয়ে,
মৌসুমী হাসছে দাঁত পাটি দেখিয়ে,
তবে কি জেনে গেছে ওরা আমাদের রাশ!
সবুজের আঁচলে চুপ করে বসে আছে ধলী বক
ঘুম ঘুম চোখে বিডিয়ার সৈন্য
ডুলছে ফের চোখ তুলে দেখছে
এখানে আজো সকাল দেখেনি ভোর,
তবু আমাদের পথ চলা থেমে নেই।
খালি গায়ে দুটো শিশু থরথর কাঁপছে
ঈদ বুঝি ফিরে গেছে শহরের বাইরে?
টুপি আর আতরের গন্ধ মাওলানা মসজিদে দাঁড়িয়ে।
সোনালু ফুলে হলুদের বন্যা
সুপারির গাছগুলো দুলছে,
আজ বাতাসে বাতাসে কিছু ফিসফাস কানাকানি।
তবে কি জেনে গেছে ওরাও?
লাল মাটি পেরিয়ে ধুলোবালি সরিয়ে
কর্কশ রোদের আজ দেবো ছুটি
কেউ না জানুক আমরা তো জানি জলের ভেতর জল, তার উপরে জল,
ভেসে যাবে ফোঁটা ফোঁটা অশ্রু।
নোনতা স্বাদ ভুলে হবে আমাদের সমুদ্রস্নান।

শ্রী..

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে গৃহহীন ১১০ পরিবারে ব্যারাক হাউজ হস্তান্তর সেনাবাহিনীর
পরবর্তী নিবন্ধতবুও আজ ভালোবাসবো -কবি কাজী জুবেরী মোস্তাক‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে