অধরা -কবি মুতাকাব্বির মাসুদ‘এর কবিতা

0
388
Mutakabbir Masud

অধরা

কবি মুতাকাব্বির মাসুদ

অধরা এক পাখির ভেতর
ঝরনার মতো হাসির এক নহর ছিলো
সে হাসির ভেতর বিধাতার রূপ ছিলো
দীপ ছিলো-খোশবু ছিলো
উর্বশী চোখে অস্ফুট জীবনের গল্প ছিলো
পাখির ভেতর অতুল প্রেমের
আহ্লাদিত সুবাস ছিলো
বিধাতার রঙ ছিলো-তুলি ছিলো
চাঁদের উপমা ছিলো
উল্লাসী খুশির প্রভাতি উল্লোল ছিলো
পাখি শিস দিয়ে ওঠার আগেই
যৌনলোভী হায়না পাখির অনুদ্গত
শাশ্বত সত্তা কেড়ে নিলো
আমার অনাঘ্রাতা কিশোরী উপবনে
ভীত-চকিত পাখি
এখন আর আগের মতো
তার অনুক্ত পুষ্পিত যৌবনের
অনিরুদ্ধ যৌবনি শিস দিতে পারে না !
০৬-১০-২০২০
Advertisement
উৎসMutakabbir Masud
পূর্ববর্তী নিবন্ধসেদিনই দেখবো নারীমুক্তি -মো. জসিম উদ্দীন
পরবর্তী নিবন্ধনাটোরে ছাত্রলীগের বিক্ষোভ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে