“অনঘ প্রেরণা”- মনির জামানের কবিতা

0
278
মনির-এনকে

অনঘ প্রেরণা
মনির জামান

দোয়েলের দূরালাপনী নস্যি মনে করে
কে তুমি অন্ধ শোষক
গলা টিপে ধরেছো অজস্র হাতে?

আঁধারে সমবেত চতুর কালো বেড়াল
আমরা অনুভব করি ঠিক-ই
অথচ, পারি না কিছুই বলতে!

চারিদিকে মিথ্যে, অবিচার-অনাচার
এত যে নীল ছোবল
সবি তাঁর ভেসে ওঠে সরিৎ আরশিতে।

কুমারী যোনী ছিড়ে খায় সিদ্ধপুরুষ
একঘরে বয়াতীর এপাশ-ওপাশ
জল জমে চোখের শার্শিতে!

ঘরে ঘরে আগুনপাখি যদি হাঁকে হায়দরি হাঁক
হ’তেই হবে পুড়ে ছারখার
যদি ও-গানের গোলা লাগে গদিতে।

আমরা রেখেছি পুষে অনঘ প্রেরণা
সংসারে বাঁচার সার্থকতা
শোষক তুমি ঘৃণিত চিরকাল অশোভন মাকালমণিতে।

২৩/০১/২০২০ খ্রিঃ

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“দ্যা হেড কোয়ার্টার” -অনুপ সরকার
পরবর্তী নিবন্ধ“শরীরের যত্ন নিয়েন “- আমীন আল রশীদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে