“অন্তর্ভেদ”- কবি কাজী আতীক-এর কবিতা

0
688

অন্তর্ভেদ/
কাজী আতীক।

গতরাতে পৃথিবী নিয়মমাফিক তার একমাত্র কাজটি শেষ করে
নতুন আরেকটি প্রদক্ষিণে গেলো। জন্মের পর থেকে
এটাই তার একমাত্র কাজ, যে কাজটি সে হয়তো করে যাচ্ছে
এবং করে যাবে অনন্ত আগামী সময় নিযুত অসংখ্যবার, আর
তা’ দেখে আমরা মানুষ, দারুণ খুশি- নেচে গেয়ে পাগল প্রায়,

অথচ পৃথিবীর উপায় ছিলো না অন্য কিছু করার,
কেনোনা নিয়ামক যিনি- তিনিই সবকিছুকে একটি
নিয়মের অধীন করে রেখেছেন, যে নিয়মটি অমোঘ,
কেবল মানুষকেই দিয়ে রেখেছেন কিছুটা ছাড়, তাই-
মানুষ চাইলেই ভাংতে পারে নিয়ম, এবং ভাংছে দিনরাত।
তা’ দেখে কি পৃথিবীর আক্ষেপ হয়? নাকি তার করুণা জন্মায়!

(নিউ ইয়র্ক, ১ জানুয়ারি ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“লুট ও শ্রম” কবি রেজাউল করিম রেজা‘র কবিতা
পরবর্তী নিবন্ধ“স্টেভিয়া” বাংলাদেশে সম্ভবনাময় ফসল -কৃষিবিদ মো. নূরুল হুদা আল্ মামুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে