‘অপেক্ষা’ – কামরুল হাসান কামু এর কবিতা

0
521

‘অপেক্ষা’
…কামরুল হাসান কামু

বুকের ভেতরে
গাঙের পাড়ে হাঁসের ডিম কুড়ানোর মতোন সুখী সুখী সময় রেখে,
কার জন্যে অপেক্ষা?
জলপাই পাতার পিঠে শিশিরজলে,
রৌদ্রের খেলার মতোন সুখী সুখী আদর,আঙুলে মেখে
কিসের জন্যে অপেক্ষা?কার জন্যে?
আহা।সুতি সুতি মুখ খানা কেউতো দেখে নাই ;
বেহেশতী সুবাসে যাকে জড়াই,আহা।কেউতো তার রূপ দেখে নাই।
বুকের রিব খুলে যায়,পাখি ডানা ঝাপটায়
ওরে কোথায় রাখি তাকে?
আমিতো বুঝি নাই,কোথাকার গোপন দেয়ালে,কিভাবে লেগে থাকে তার সাঁটানো ছবি,অরুন্ধতী!
তার জন্যে বড় অপেক্ষা আমার,অরুন্ধতী!
লোকে বলে ভালোবাসা,পাগলামি
আমিতো বলি পরশপাথরের ছোঁয়া,অরুন্ধতী।
আমিতো বলি সুই-সুতো খেলা,করুচকাঠিতে সুতোর চিঠি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে আব্দুল আজিজ শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরে ছাত্রলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে