অমৃতবচন – এম আসলাম লিটন এর কবিতা

0
316
Syed Aslam Liton

অমৃতবচন
এম আসলাম লিটন
.
এই যে এত খুশির ঝিলিক, চাঁদের হাসি- কে দিয়েছে?
আকাশ জুড়ে সোনার আলো, দীপ্ত আভা- কে দিয়েছে?

কে দিয়েছে রক্তকমল চোখের তারায় বিষুবরেখা
কে দিয়েছে কপাল জুড়ে ভাগ্যরেখায় পদ্য লেখা
কে দিয়েছে সুনীল আকাশ; শুভ্রসফেদ মেঘের ভেলা?
কে দিয়েছে আলোর স্রোতে পাল তোলা ঐ তারার মেলা?

গহীন আঁধার কালা তুফান সমুদ্র ছারখার ক’রে
পুলসিরাতের চুলের সেতু কে দিয়েছে পার করে!
সাহারাতে একফোঁটা জল কে দিয়েছে বুক চিরে
হাবুডুবু অথৈ পাঁকে কে দিয়েছে সুখ ফিরে?

কে দিয়েছে পাতালপুরির বিরুদ্ধতার দ্বার খুলে
কে দিয়েছে রাজকুমারির গলায় মণিহার তুলে!
কে এনেছে মুক্ত আলোয়, কে ছিঁড়েছে ইন্দ্রজাল
মন্ত্রপুরির দানোর বুকে কে হেনেছে রক্তলাল?

এই যে এত মায়ার খেলা, সুরের মেলা- কে দিয়েছে?
বন্যপ্রেমের লাবণ্যসুখ; প্রহেলিকার ছলাকলা- কে দিয়েছে?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ফাঁকা মাঠেই গোল দিতে চাইছেন আওয়ামী লীগ,শঙ্কায় বিএনপি
পরবর্তী নিবন্ধনাটোরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে