অর্গান – সুবীর সরকার এর কবিতা

0
190
Subir

অর্গান
সুবীর সরকার

প্রতীক্ষা নেই তাই প্রতীক্ষার অবসান নেই
জলে ভেসে আসা কাঠ জানে হালকা জঙ্গলের
মায়া
ডায়না একটি নদীর নাম
গামারি একটি গাছের নাম
পাখি মারা বন্দুক আদতে একটি ভারি
শব্দ
আমার গানের ভেতর কোন কোন নারী
ছড়িয়ে দেয় মাউথ অর্গানের
সুর
আমাদের ডাকনাম হারিয়ে গেছে
আমাদের রুমালে কোন সুগন্ধ নেই
আর পুরনো দুপুর থেকে উড়ে আসে
ঘুঘু

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএকান্ত ব্যক্তিগত জীবনের অর্থহীনতা- জাকির তালুকদার
পরবর্তী নিবন্ধএবার কেমন হলো! – হাসনাইন খুরশেদ এর ছোটগল্প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে