অসাধ্য ভ্রমণে যাবো- কবি কাজী আতীকের কবিতা

0
239
Qazi-Atiq

অসাধ্য ভ্রমণে যাবো-  কাজী আতীক

একদা অসাধ্য ভ্রমণে ছিলো আগ্রহ অফুরান
এখোন নিঃস্পৃহ শেকড়চ্যুত বিফল অনুরাগ
আজো তাই করুণা নয় কারো অনুভব যাপনে
আজ কোনো বাঁধা নেই বেদুইন সংকল্পে,

এখোন যদিও বিবর্ণ গোধূলি যাপিত সময়ের
উজানের বায়ে গলুইয়ের ঝরে পড়া ছাউনি
তবু মনে কোনো ভয় নেই- অপার ও প্রলয়ে
আজ কোনো দ্বিধা নেই অনসূয়া বৈরাগ্যে,

যদিও দিনান্তের অন্ধকারে ঝড়োহাওয়ার প্রকোপ
পাটাতন ফুটো হয়ে অনাহুত অনুপ্রবেশ জলের
তবু সে জল সেঁচে ফেলার তাগাদা নেই অন্তরে
আজ কোনো তাড়া নেই- ঈপ্সিত সাধনে,

আসলে সংকল্প বৈরাগ্য সাধনের অভিলাষ নয় কোনো
বিরূপ সোহাগ অনুভবে- কখনো অসাধ্য ভ্রমণে যাবো।

(নিউ ইয়র্ক, ৩ মে ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় গভীর রাতে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য নিয়ে বাড়ি বাড়ি উপজেলা চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামের চান্দাই ৩’শ টি পরিবারে এমপি আব্দুল কুদ্দুসের উপহার বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে