অসূয়া -ভায়লেট হালদার‘এর অনুগল্প

0
311
Violet-Halder

ভায়লেট হালদার : বটবৃক্ষ রাগে ফোঁস ফোঁস করছে। চারিদিকে ক্ষুধা, মন্দা বাতাস আর শুষ্ক মাটিতে দূর্বাঘাসেরা এখনও কেমন সবুজ ও সতেজ আছে! জলাশয়ের জল প্রথম প্রাপ্যের দাবীদার বটবৃক্ষ। আজ সে দূর্বা ঘাসের পাশে এসে সমান কাতারে দাঁড়িয়েছে। জলাশয়ের দিকে হাত বাড়িয়ে জল ভিক্ষা চাইছে। অরক্ষিত ও আতঙ্কিত দূর্বাঘাস আকাশ পানে তাকিয়ে বলল, হে করোনা আমরা ছোট দূর্বাঘাস চিরকালই শোষিত ও শাসিত, তুমি কি পারো বটবৃক্ষের ভিক্ষার ঝুলি পূর্ণ করতে?

Advertisement
উৎসViolet Halder
পূর্ববর্তী নিবন্ধহিড়িক -ভাস্কর বাগচী‘এর ছড়া
পরবর্তী নিবন্ধলালবাজার মহল্লা পরিশোধন-প্রবেশ পথ করা হবে আবদ্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে