আঁধারের বন্দিনী -কবি এম আসলাম লিটন‘এর কবিতা

0
250
Aslam Liton

আঁধারের বন্দিনী

কবি এম আসলাম লিটন

জমাট মাটিতে চাপা সেই বীজের আর্তনাদে
সময় থমকে দাঁড়ায়; অঙ্কুরোদগম যন্ত্রণায়
হাঁসফাস বুকে চায় এতটুকু দম; আলোর কণা
ফোটা ফোটা জলে হবে প্রসবিত সুখ!

অবিরাম ডুকরে কাঁদে মহাকালের বীজ
মর্মন্তুদ সেই কান্নার সুর ভেসে যায়
প্রন্তর পেরিয়ে, দিগন্তের ওপারে
কনক্রিটের সুউচ্চ প্রাচীরে ঘেরা
কোন এক নিঝুমনগরে।

অতঃপর চস্পকনগরে ওঠে সাঁওতালি ঝড়!
সূর্যকন্যা গেয়ে ওঠে সেই কালজয়ী গান,
‘আমি যে আঁধারে বন্দিনী,
আমায় আলোতে টেনে নাও…!

হাতে আমার মহাকালের কৃষ
মগজের কোষে কোষে ফুটন্ত লাভা
বুকের হাঁপর ভরা দুরন্ত ঝড়
চোখের গহীনে বহে উথাল সাগর
চলনেবলনে এক মহাধি স্বরাজ!

অথচ সামান্য অঙ্কুরোদগমে আমি বড় অসহায়!!

Advertisement
উৎসAslam Liton
পূর্ববর্তী নিবন্ধলালপুরে শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধমাদক মুক্ত সমাজ গড়তে পুলিশকে সহায়তা করুন- বিট পুলিশিং সভায় বক্তারা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে